কারেন্ট অ্যাফেয়ার্স ২১ সেপ্টেম্বর ২০২১

644
0
Daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • কানাডার সাধারণ নির্বাচনে পুনরায় একক বৃহত্তম দল হিসাবে জয় পেল লিবারলরা। জাস্টিন ট্রুডোর নেতৃত্বে এই নিয়ে টানা তিনবার তারা জয়ী হল। তবে এবার তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
  • আফগানিস্তানে মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যের নাম প্রকাশ করলেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। প্রত্যাশিতভাবেই বাতিল করার কথা জানিয়েছেন তিনি।

 

জাতীয়
  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। এতদিন তিনি ছিলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি। ১৯৮৭ সালে আইনজীবী হিসাবে কজ শুরু করেন। ২০০৮ সালে তিনি মধ্যপ্রদেশ হইকোর্টে বিচারপতি হিসাব যোগ দিয়েছিলেন।
  • এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়ার অবসরের পর দেশের নতুন বায়ুসেনা প্রধান পদে বসবেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরি।১৯৮২ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন তিনি। ৩৮০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পেয়েছেন পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল।
  • ডিমাপুরে নাগা জঙ্গিগোষ্ঠী এলএসসিএন(আই এম)–এর সঙ্গে শান্তি বৈঠকে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
  • ভারতে প্রস্তুত করোনা প্রতিষেধক কোভিশিল্ডকে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই টিকা নিলে নভেম্বর মাস থেকে মার্কিন মুলুকে প্রবেশে কোনো বিধিনিষেধ থাকবে না।

 

বিবিধ
  • পূর্ব ভারতে প্রথম ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা ঘটল কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে। ৪৬ বছরের দীপক হালদারের শরীর প্রতিস্থাপনের জন্য সুরাট থেকে আনা হল ৫২ বছরের এক প্রৌঢ়ের ফুসফুস। এই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানানো হল।
খেলা
  • আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা হিসাবে ২০,০০০ রান করলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন ৬১ রান করার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন তিনি। একই সঙ্গে টানা একদিনের ম্যাচে অর্ধ শতরান করলেন তিনি। এদিনের ম্যাচে ভারত অবশ্য ৯ উইকেটে পরাস্ত হয়েছেন।
  • মহিলা দর্শকরা স্টেডিয়ামে থাকছেন। এই কারণে আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ বা নিষিদ্ধ করল তালিবান প্রশাসন।
  • ইউরোপীয় ফুটবল সোনার বুট জিতলেন রবার্ট লেয়নডস্কি।