কারেন্ট অ্যাফেয়ার্স ২২ সেপ্টেম্বর ২০২১

892
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসংঘের আসন্ন বার্ষিক অধিবেশনে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ পেতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও হুতেরেসকে চিঠি লিখলেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসাবে সুহেল শাহিনকে নিযুক্ত করার কথা জানিয়েছেন তিনি। এদিকে `সার্ক’-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে তালিবান নেতৃত্বকে সুযোগ দেওয়ার দাবি জানাল পাকিস্তান।
  • কানাডার সংসদীয় নির্বাচনে অনিতা আনন্দ, হরজিত সজ্জন, জগজিত সিং, বরদশ চাগারসহ ১৭ জন ভারতীয় বংশোদ্ভূত জয়লাভ করলেন।

 

জাতীয়
  • অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রধান তথা ধর্মগুরু মহন্ত নরেন্দ্রগিরির মৃত্যু নিয়ে ঘনীভূত রহস্য সমাধানে সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৩.০১.৯৮৯। ১৮৬ দিন আগে মার্চ মাসের অবস্থায় ফিরে গেল দেশ। এদিন নতুন করে ২৬৯৬৪ জন সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে ১৫৭৬৮ জন কেরলের। এদিকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকার জানাল, কোভিডে মৃতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে।

 

বিবিধ
  • কাজিরাঙা জাতীয় উদ্যানের বোকাখাটের ময়দানে ২৫০০ এরও বেশি গন্ডারের শি জ্বালিয়ে দেওয়া হল। বিভিন্ন সময়ে চোরাশিকারিদের থেকে এগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল।

 

খেলা
  • এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানে গিয়ে সেখানকার দল এফসি আল নাসারের কাছে ০.৬ গোলে পরাস্ত হল এটিকে মোহনবাগান। এ এফ সি কাপে ২০০৯ সালে আল কুয়েতের কাছে ৬-০ গোলে পরাজয়ের পর দ্বিতীয়বার এত বড় ব্যবধানে পরাস্ত হল সবুজ মেরুন বাহিনী।
  • ফোবর্স পত্রিকার সমীক্ষায় লিওনেল মেসিকে টপকে বিশ্বের সর্বোচ্চ উপার্জনশীল ফুটবলারের স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ১২৪ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে তাঁর। মেসির আয় ১১১ মিলিয়ন ডলার।

 

২১ সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন