কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-24 | 16:30h
update
2021-09-24 | 13:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • মায়ানমারে গত ৬ মাসে সামরিক সরকার অন্তত ১১০০ জন রাজনীতিক বিক্ষোভকারী বা তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছে। ছাড়া হয়নি শিশু কিশোরদেরও। রাষ্ট্রসঙ্ঘে মানবাধিকার পরিষদের মুখপাত্র টম অ্যান্ড্রুজ এই মন্তব্য করলেন।
  • উহানের অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের (সার্স কোভ২) বিস্তার ঘটেছিল বলে দাবি করলেন চিনের চিকিতসকরা।
  • কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ ওসমান বাবুরিকে সরিয়ে দিল তালিবান নেতৃত্ব। পিএইচডি ডিগ্রি থাকা অধ্যাপকের বদলে নতুন উপাচার্য হিসেবে বেছে নেওয়া হল সাধারণ স্নাতক আশরফ গৈরাটকে। দায়িত্ব নিয়েই তাঁর মন্তব্য, ` বিজ্ঞান নয়, কাবুল বিশ্ববিদ্যালয়ে এবার জোর দেওয়া হবে ইসলামি শিক্ষায়।’ ঘটনার প্রতিবাদে ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের ৭০ জন অধ্যাপক।
Advertisement

 

জাতীয়
  • `পিএম কেয়ার্স ফান্ড’কোনো কেন্দ্রীয় সরকারি তহবিল নয়।দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে এই তথ্য জানালেন প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডার সেক্রেটারি প্রদীপ কুমার শ্রীবস্তব।
  • অসমের দরং জেলার ঢোলপুর গ্রামে সরকারি জমি থেকে বসতি উচ্ছেদের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল ২ জনের। এই অভিযান চলবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মৃতদেহের ওপর পৈশাচিক অত্যাচার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সরকারি চিত্রগ্রাহককে।
  • তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসি গিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

বিবিধ
  • ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করে ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁদের সঙ্গে তাঁর কথা হল তঁদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো আর আমন (কোয়ালকম), শান্তনু নারায়ণ (অ্যাডোব), মার্ক উইডসর (ফার্স্ট সোলার), স্টিফিনে সোয়ার্জম্যন ( ব্ল্যাকস্টোন), বিবেক লাল (জেনারেল অ্যাটোমিক্স) প্রমুখ।

 

খেলা
  •  বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগতায় চ্যাম্পিয়ন হল ব্যারাকপুর ব্যাশার্স। এদিন ইডেন গাডে;র্নেসে তারা ফাইনালে পরাস্ত করল কলকাতা হিরোজকে। ২০১৯ সালের নভেম্বর মাসের পর এই প্রথম দর্শকরা প্রবেশ করলেন ইডেনে।
  • গত বারের চ্যাম্পিয়ন গোকুলম এফসিকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ফলে হরিয়ে দিল মহমডান স্পোর্টিং।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 14:29:54
Privacy-Data & cookie usage: