কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০২১

738
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক 
  • ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারালেন ৩,৭০০ জনেরও বেশি। মার্চ মাসে মোট ৬৬,৫৭৩ জনের প্রাণ নিয়েছে করোনা। দুটি ক্ষেত্রেই ২০২০ সালের জুলাই মাসের সবথেকে খারাপ দৃষ্টান্তকেও অতিক্রম করে গেল ব্রাজিল। সেখানে সংক্রমণে মোট প্রাণহানি হয়েছে ৩ লক্ষ ২১ হাজার জনের যা বিশ্বে দ্বিতীয়। করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৫ লক্ষ ৬৫ হাজার জনের প্রাণহানি হয়েছে।
  • ভারত থেকে চিনি ও তুলো আমদানি স্থগিত রাখল পাকিস্তান। প্রথমে ৩০ জুন পর্যন্ত আমদানিতে সায় দিয়েও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল ইমরান খান সরকার।
  • সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের মূর্তি বসাল দক্ষিণ ইংল্যান্ডের উইনচেষ্টার বিশ্ববিদ্যালয়। পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটার মূর্তি বসাতে ব্যয় হয়েছে ২৪ হাজার পাউন্ড।

জাতীয়
  • দেশে টিকাকরণের হার বৃদ্ধি করতে এক মাস ধরে সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও টিকা দেওয়ার প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭২,৩৩০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সংখ্যা গত ১১ অক্টোবরের পর সর্বোচ্চ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৯,৫৪৪ জন ও মুম্বইয়ে ৮,৬৪৬ জন সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গে একদিনে ১,২৭৪ জন সংক্রমিত হলেন।
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ২০২১ সালের লিঙ্গ বৈষম্য সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হল। সেখানে ১৫৬টি দেশের মধ্যে ভারত পেল ১৪০তম স্থান। এক বছরে ভারত পিছিয়ে গেল ২৮ ধাপ। স্বাস্থ্য এবং রাজনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ বৈষম্যের সূচক ভারত পেল যথাক্রমে ১৫৫ এবং ৫১তম ক্রম।

বিবিধ
  • চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত। ৭০ বছর বয়সী এই সুপারস্টারের গত ৪৫ বছর ধরে অভিনয়ই ধ্যানজ্ঞান। এর আগে তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন। ১৯৭৫ সালে তামিল ছবি `অপূর্ব রাগনগল’-এ অভিনয় জীবন শুরু করেছিলেন রজনীকান্ত।
  • স্বল্পসঞ্চয় প্রকল্পগুলিতে সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • মার্চ মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১২৩৯০২ কোটি টাকা। গত বছরের মার্চ মাসের থেকে তা ২৭ অংশ বেশি। এই নিয়ে পর-পর ৬ মাস জিএসটি আদায় লক্ষ কোটি টাকার ওপরে থাকল।

খেলা
  • মেয়েদের জাতীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল রেলওয়েজ। বাংলাকে তারা সেমিফাইনালে পরাস্ত করল ৬ উইকেটে। বাংলার হয়ে শতরান (১১৩) করেন দীপ্তি শর্মা।
  • বিশ্বকাপে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল উত্তর ম্যাসিডোনিয়া। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে এই অঘটন ঘটাল বিশ্ব রাঙ্কিংয়ে ৬৫তম ক্রমে তাকা দলটি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল জার্মানি।