কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ সেপ্টেম্বর ২০২১

504
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • করোনা প্রতিষেধকের অসম বণ্টন নিয়ে মুখ খুললেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেজ। বিশ্বে ৫৭০ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। কিন্তু তার ৭৩ শতাংশই পেয়েছে ১০টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এদিন তাদের নাগরিকদের টিকাকরণের বুস্টার ডোজেরও অনুমতি দিল। অথচ ফ্লোরিডা থেকে মাত্র ৭০০ মাইল দূরের দেশ হাইতিতে মাত্র ০.৪ শতাংশ নাগরিক প্রতিষেধক পেয়েছেন, কঙ্গোতে ০.১ শতাংশ। ইয়েমেনে দৈনিক ২৪৪ জনকে টিকা দেওয়া হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের তথ্য, আফ্রিকার ১৫টি দেশে এখনও ৩ শতাংশ নাগরিকেরও টিকাকরণ হয়নি।
  • আফগানিস্তানে অপরাধীর হাত, পা কেটে নেওয়ার মতো শাস্তি বহাল রাখা হবে বলে জানালেন তালিবান নেতা মোল্লা নুরুদ্দিন তুরাবি। প্রথম তালিবান শাসনে তিনি ছিলেন আইনমন্ত্রী। তখন এইরকমই নৃশংস শাস্তি দেওয়ার রীতি চালু হয়েছিল।

 

জাতীয়
  • হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের মধ্যে কথা হল, উষ্ণায়ণ, কোভিড মোকাবিলা ও নিরাপত্তা বিষয়ে। তার আগে মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক হয় তাঁর। প্রসঙ্গত, হ্যারিসের দাদু পিভি গোপালন কেন্দ্রীয় সরকারি আধিকারিক ছিলেন। ওয়াশিংটনে এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সগার সঙ্গেও আলাদাভাবে বৈঠক হয় প্রধানমন্ত্রী মোদীর।
  • দিল্লির রোহিনী আদালতের ২০৭ নম্বর কক্ষে শুনানি চলার সময়ই আইনজীবী সেজে ঢুকে দুজন দুষ্কৃতী গুলি করে হত্যা করল ১৭টি মামলায় অভিযুক্ত কুখ্যাত অপরাধী জিতেন্দ্র মান ওরফে গোগীকে (৩০)। দিল্লি পুলিশের কাউন্টার ইনটেলিজেন্সি টিমের গুলিতে প্রাণ হারায় দুই দুষ্কৃতীও। তারা জেলবন্দি আর এক কুখ্যাত অপরাধী সুনীল তাজপুরিয়া ওরফে টিল্লু গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

 

বিবিধ
  • ৬০ হাজার অঙ্কের মাইলফলক অতিক্রম করল শেয়ারসূচক সেনসেক্স। শুধু চলতি বছরে প্রথম ৯ মাসে সূচক ১২ হাজারের বেশি অঙ্ক বৃদ্ধি পেল। ১৯৯০ সালের ২৫ জুলাই সেনসেক্স ১০০০ অঙ্কে গিয়েছিল। তারপর ২৫ বছর লেগেছে ৩০ হাজার অঙ্কে যেতে। পরের সাড়ে ৬ বছরে সেনসেক্স বেড়েছে আরও ৩০ হাজার। এদিন নিফটিও পৌঁছেছে রেকর্ড ১৭ হাজার অঙ্কে।

 

খেলা
  • দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারতের মেয়েরা। ০-২ ব্যবধানে সিরিজে হারও নিশ্চিত হল।
  • বরোদা ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন ডেভিড হোয়াটমোর।