কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-29 | 07:42h
update
2021-09-29 | 07:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ওয়াশিংটনে `কোয়াড’ সম্মেলনে অংশ নিলেন চতুর্দেশীয় অক্ষের চার রাষ্ট্রপ্রধান-মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রধানমন্ত্রী যথাক্রমে স্কট মরিসন, ইয়োসিহিদে মুগা ও নরেন্দ্র মোদী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হল।
  • আফগানিস্তানের হেরাট শহরে ৪ জন অপহরণকারীকে হত্যা করে মৃতদেহগুলি ক্রেনে চাপিয়ে ঘোরাল তালিবান। মাত্র ২৪ ঘণ্টা আগেই তালিবান নেতা মোল্লা নুরুদ্দিল বলেছিলেন, `হাত পা কেটে অপরাধীদের শাস্তি দেওয়া হবে’। তারপরই এই ঘটনা ঘটল।
Advertisement

 

জাতীয়
  • নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে চতুর্থবার তিনি রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে তাঁর বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করেছে দুই দেশ। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা রয়েছে। রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের কড়া বিরোধীতা করে এদিন কড়া জবাব দিলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে। তিনি ২০১২ সালের আইএফএস অফিসার।
  • বঙ্গোপসাগরে ঘনীভূত হল ঘূর্ণিঝড় `গুলাব’। গুলাব শব্দের অর্থ গোলাপ। নামকরণ করেছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর।

 

বিবিধ
  • ভারতের অতিপ্রাচীন ১৫৭টি পুরাতাত্ত্বিক সামগ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ৭০০০ বছরের প্রাচীন।
  • কমলা ভাসিন (৭৫) প্রয়াত হলেন। ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় নারী স্বাধীনতা নিয়ে লড়াইয়ে দিশা দেখিয়েছিলেন তিনি।
  • অধ্যাপক স্বপন চক্রবর্তী (৬৭) প্রয়াত হলেন। তিনি জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন মহানির্দেশক, ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাক্তন কিউরেটর সচিব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিসটিঙ্গুইশড চেয়ার প্রফেসর ইন হিউম্যানিটিড ছিলেন তিনি। ছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারম্যান।

 

খেলা
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী (সবুজ) দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি।
  • ওস্ট্রাভা ওপেনে মেয়েদের ডাবলস ফাইনালে উঠল সানিয়া মির্জা-শুয়াই জাং জুটি।

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 11:12:04
Privacy-Data & cookie usage: