কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০২১

518
0
Daily current affairs
Courtesy: India TV News

আন্তর্জাতিক
  • রাজনীতি থেকে অবসর নিলেন জার্মানির চ্যান্সেলের অ্যাঞ্জেলা মর্কেল। আসন্ন নির্বাচনে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ওনাফসোজ এবং আর্মিং ল্যাসেটের মধ্যে।
  • ২০২৩ সালের কানাডার কুইবেক থেকে ভ্যাঙ্কুভার পর্যন্ত `দ্য নর্থ পোল রেস’ নামক নৌকা  প্রতিযোগিতার আয়োজন করল একটি ক্রীড়া সংগঠন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
  • বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি জানানোর প্রশ্নই নেই বলে জানিয়ে দিল রাশিয়া।

 

জাতীয়
  • অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় `গুলাব’। ঘূর্ণিঝড় মাটি ছোঁয়ার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। এই `গুলাব’ এর নামকরণ করেছে পাকিস্তান।
  • মাওবাদী সমস্যা নিয়ে দেশের ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সভা ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বর্তমানে দেশের ৭০টি জেলায় মাওবাদীদের প্রভাব রয়েছে বলে তিনি জানিয়েছেন।
  • বিচার ব্যবস্থায় মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ চাইলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমনা। নিম্ন আদালত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যথাক্রমে ৩০, ১১.০৫ এবং ১১ শতাংশ মহিল বিচারপতি রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

 

বিবিধ
  • দেশের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন ১১ জন বিজ্ঞানী। তাঁদের মধ্যে ৪ জন বাঙালি। তাঁরা হলেন কনক সাহা, কণিষ্ক বিশ্বাস, দেবদীপ মুখোপাধ্যায় ও অনীশ ঘোষ।

 

খেলা
  • সিডনিতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে পরাস্ত করল ভারতের মহিলা ক্রিকেট দল। পর পর ২৬ ম্যাচ জেতার পর জয়রথ থামল অস্ট্রেলিয়ার। `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন ভারতের ঝুলন গোস্বামী। ৬০০ উইকেটের মালিক হলেন তিনি। টেস্ট, একদিনের ম্যাচ, টি টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ঝুলনের সংগ্রহ যথাক্রমে ৪১,২৪০,৫৬,২৬৪ উইকেট। মেয়েদের একদিনের ক্রিকেটে তিনি বিশ্বের সব থেকে বেশি উইকেট শিকারি।
  • অস্ট্রভা ওপেন মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হল সানিয়া মির্জা-শুয়াই ঝাং জুটি। মরসুমে প্রথম ট্রফি জিতলেন সানিয়া।

 

২৫ সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন