কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-29 | 11:20h
update
2021-09-29 | 11:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Oneindia

আন্তর্জাতিক
  • জার্মানিতে সাধারণ নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো দল। সোস্যাল ডেমোক্র্যাট পার্টি, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন এবং গ্রিন পার্টি– কোনো দলই এককভাবে গরিষ্ঠতা পেল না। জোট সরকার গড়ার চেষ্টা চলছে সেখানে। প্রসঙ্গত, ১৬ বছর চ্যান্সেলর পদে থাকার পর রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অ্যাঞ্জেলা মর্কেল।
  • দাড়ি কাটা বা ছাঁটা চলবে না। সেলুনে গান বাজানো চলবে না। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে এই ফরমান জারি করল তালিবান। হেলমন্দের রাজধানী লস্কর গাহে খৌরকারদের ডেকে এই ফরমান শুনিয়েছে `ইসলামিক ওরিয়েন্টেশন’এর আধিকারিকরা।
  • পাকিস্তানের বালুচিস্তানে মহম্মহদ আলি জিন্নার মূর্তি বিস্ফোরণে ভেঙে ধুলোয় মিশিয়ে দিল বালুচ জঙ্গিরা।
Advertisement

 

জাতীয়
  • কৃষকদের ডাকা দেশব্যাপী ধর্মঘটে মিশ্র সাড়া পড়ল। কেন্দ্রের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে ধর্মঘট ডেকেছিল বিভিন্ন কৃষক সংগঠন। কয়েকটি রাজনৈতিক দল তা সমর্থন করেছিল।
  • মুর্শিদাবাদের শামসের গঞ্জে ১৫০০ একর জমি গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে। এখানকার ভাঙন সমস্যাকে `জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণার দাবি জানিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ওয়াতকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চে্াধুরী।

 

বিবিধ
  • ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে ১৪ সংখ্যার স্বাস্থ্য সংক্রান্ত পরিচয়পত্র তৈরি হবে।
  • ৭টি স্বরবর্ণ, ২৭টি ব্যঞ্জনবর্ণ নিয়ে আত্মপ্রকাশ করল কোচ ভাষার লিখন লিপি। ১২ লক্ষ রাভা জনজাতির নিজস্ব ভাষা থাকলেও লিপি ছিল না। এদিন আলিপুর দুয়ারের কালচিনি ব্লকে রাভা বস্তিতে এই লিপির উদ্বোধন হল।

 

খেলা
  • টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যন্ডের অলরাউন্ডার মইন আলি।৬৪ টেস্টে ৫টি শতরান সহ ২৯১৪ রান এবং ১৯৫ টি উইকেট আছে তাঁর।এখন তাঁর বয়স ৩১ বছর, ২০১৪ সালে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর।
  • বিশ্ব দলকে হারিয়ে রড লেভার কাপে চ্যাম্পিয়ন হল ইউরোপ।
  • সুদিরমান কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চিনের কাছে ০-৫ ব্যবধানে হারল ভারত।এর আগে থাইল্যান্ডের কাছেও হেরেছিল ভারত।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 00:55:28
Privacy-Data & cookie usage: