কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-10-01 | 09:04h
update
2021-10-01 | 09:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Firstpost

আন্তর্জাতিক

  • উত্তর আফ্রিকার তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন নাজলা বাউদেন রামধান। শুধু তিউনিশিয়াই নয়, সমগ্র আরবে এই প্রথম কোন মহিলা প্রধানমন্ত্রীর পদে বসছেন। রামধান অবশ্য রাজনীতির মানুষই নন। তিনি ন্যাশনাল স্কুল ইঞ্জিনিয়ার্স-এ জিওলজির অধ্যাপিকা। উচ্চশিক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল পদেও ছিলেন। নাজলা অবশ্য কোন নির্বাচনে জেতেননি। রাষ্ট্রপতি কাইস সইদ সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন হিচেম মেডিডি-কে। তারপরই তিনি নাজলা বাউদেনকে মনোনীত করলেন।
  • ইকুয়েডরের ইতিহাসে সবথেকে বড় কারা সন্ত্রাস ঘটে গেল। সেখানকার লিটোরাল জেলে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হলেন ১১৬ জন। সংঘর্ষে যথেচ্ছ ব্যবহার করা হয়েছে বোমা, বন্দুক, গ্রেনেড। ক্ষমতা দখল নিয়ে দুটি আন্তর্জাতিক মাদক গোষ্ঠীর মধ্যে রেষারেষির ফল এই সংঘর্ষ। জেলের মধ্যে সুড়ঙ্গ কেটে অন্য গোষ্ঠীর কাছে পৌঁছেছিল একটি গোষ্ঠীর দুষ্কৃতীরা। এই ঘটনার পর গোটা দেশে জরুরি অবস্থা জারি করলেন রাষ্ট্রপতি গিয়েরজো লাসো।
Advertisement

 

জাতীয়
  • দেশে ১ অক্টোবর থেকে ১ মাস জুড়ে `পরিষ্কার ভারত প্রচার’ অভিযান চালিয়ে ৭৫ লক্ষ কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য নষ্ট করা হবে। স্বাধীনতার ৭৫ বছরও মোহনদাস করমচাঁদ গান্ধির ১৫২ তম জন্মদিবসকে সামনে রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • ইংরেজি, হিন্দির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষায় ব্যাঙ্কে চাকরির পরীক্ষা নেওয়ার জন্য আইবিপিএস-কে পরামর্শ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

 

বিবিধ
  • আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ২০২১ সালের এশিয়ার বিত্তবানদের তালিকা প্রকাশিত হল। ওই তালিকা অনুযায়ী এশিয়ার সবথেকে ধনী মুকেশ অম্বানী। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৮০০০ কোটি টাকা। দৈনিক রোজগার ১৬৩ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে গৌতম আদানি ও শিব নাদর।

 

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি (১৭৮) ম্যাচ খেলার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলও করলেন তিনি। তাঁর নতুন দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-১ গোলে পরাস্ত করল ভিয়ারিয়ালকে। অন্য ম্যাচে বেনফিকা ৩-০ গোলে হারিয়ে দিল বার্সেলোনাকে। পরপর ২ ম্যাচে হারল বার্সেলোনা যা ২০০০ সালের পর এই প্রথম হল চ্যাম্পিয়ন্স লিগে।
  • গোল্ড কোস্টে ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের ক্রিকেটে দিন-রাতের গোলাপি বলের টেস্ট শুরু হল। ১ উইকেটে ১৩২ রান করল ভারত। ৮০ রানে অপরাজিত রয়েছেন স্মৃতি মন্ধানা।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 03:53:32
Privacy-Data & cookie usage: