আন্তর্জাতিক
- বিশ্বে করোনা ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ৪৮ লক্ষ (৪৮.০০.৯২৯) অতিক্রম করে গেল। সংক্রমিত হয়েছেন ২৩ কোটি মানুষ। বর্তমানে টিকাকরণে পিছিয়ে রয়েছে আফ্রিকা। সেখানকার ৫৪টি দেশের মধ্যে মাত্র ১৫টি দেশে ১০ শতাংশ টিকারকরণ হয়েছে। বাকি সর্বত্র এক বা দুই শতাংশ টিকাকরণ হয়েছে। ধনী দেশগুলোতে চলছে এখন বুস্টার ডোজ নেওয়ার পালা।
- রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে ভর্তি ৯ জন কোভিড রোগীর মৃত্যু হল। বন্দর শহর কন্সটান্টার একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
জাতীয়
- কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানের সঙ্গে নিষিদ্ধ সংগঠন সিমির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করল উত্তরপ্রদেশ পুলিশ। গত বছর হাথরস যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করে তারা। কাপ্পানের বিরুদ্ধে ৫০০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে মথুরার একটি আদালতে। সেখানে মালয়ালম ভাষায় তাঁর একটি প্রতিবেদন রাখা হয়েছে। তাঁর লেখায় সংখ্যালঘুদের উস্কে দেওয়ার উপাদান ছিল বলে দাবি করা হয়েছে।
- দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হল। গত এক পক্ষকালে বন্যাজনিত কারণে প্রাণহানি হয়েছে ৬৫ জনের।
- দুর্গাপুজোয় প্রবেশে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট।
- করোনার টিকা নেওয়া থাকলেও ভারতে এলে ব্রিটিশ নাগরিকদের ১০ দিন নিভৃতবাসে থাকতে হবে। ব্রিটেনের ভারতীয় অভিবাসীদের জন্য বৈষম্যমূলক নীতির প্রতিবাদে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিবিধ
- সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি আয় হয়েছে ১.১৭ লক্ষ কোটি টাকা।
- `ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা’-এর প্রচারের কাজে ব্যবহার করা হবে কার্টুন চরিত্র চাচা চৌধুরিকে।
খেলা
- গোল্ডকোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্টে শতরান করে নজির গড়লেন ভারতের স্মৃতি মান্ধানা। এটিই তাঁর প্রথম টেস্ট শতরান। ১৭০ বলে ১২৬ রান করেছেন স্মৃতি যা ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম টেস্ট শতরান। ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৭৬রান।
- কৃত্রিম অক্সিজেন ছাড়াই প্রথম ভারতীয় হিসাবে ধোলাগিরি (৮১৬৭ মিটার) শৃঙ্গ জয় করলেন চন্দননগর নিবাসী পিয়ালি বসাক। বিশ্বের সপ্তম উচ্চতমশৃঙ্গ এটি। ৩১ বছরের পিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।