আন্তর্জাতিক
- আফগান সংবাদ সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসে ১১ দফা নির্দেশিকা জারি করল তালিবান নেতৃত্ব। ইসলাম বিরোধী এবং তালিবান প্রশাসনের অনুমোদন নেই এমন কোনো খবর প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মোট প্রাণহানি ৭ লক্ষ অতিক্রম করল। সেখানে গত ১০৮ দিনে এক লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে করোনায়। ব্রাজিলে ৫ লক্ষ ৯৭ হাজার এবং ভারতে ৪ লক্ষ ৪৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে করোনায়।
- তালিবান সেনাবাহিনীতে আত্মঘাতী ব্যাটেলিয়ান গড়ার সিদ্ধান্ত জানালেন ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি।
জাতীয়
- ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভিশিল্ডকে মান্যতা দেয়নি ব্রিটেন।কিন্তু রাষ্ট্রসঙ্ঘের ৭৬ তম সাধারণ সম্মেলনের প্রেসিডেন্ট তথা মলদ্বীপের রাজনীতিক আবদুল্লা শাহিদ জানালেন তিনিও এই প্রতিষেধকই নিয়েছেন।
- শ্রীলঙ্কা সফরে গেলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মধ্যেই শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষ ভারতীয় সংস্থা আদানি গোষ্ঠীর সঙ্গে ৫২ কোটি টাকায় কন্টেনার টার্মিনাল তৈরির চুক্তি করল। শ্রীলঙ্কার বন্দর শিল্পে এটি বৃহত্তম বিদেশি বিনিয়োগ।
বিবিধ
- ক্ষুদ্রতম গরু হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম উঠে এল তার। রানি নামে বাংলাদেশের সেই ৫০.৮ সেন্টিমিটার গরুটির মৃত্যু হয়েছে বলে জানা গেল।
- ২০২১ সালের গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন দীপিকা পাড়ুকান।
- মহাত্মা গান্ধীর জন্মদিবসেই লে-তে খাদি সামগ্রীতে তৈরি বিশ্বের সবথেকে বড় জাতীয় পতাকার (২২৫x১৫০ ফুট)উদ্বোধন করল ভারতীয় সেনাবাহিনী।
খেলা
- গোল্ডকোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের মহিলাদের টেস্টে ভারত ৮ উইকেটে ৩৭৭ রানে ডিক্লেয়ার করল। জবাবে ৪ উইকেটে ১৪৩ রান করল অস্ট্রেলিয়া। মেয়েদের ক্রিকেটে প্রথম ৫০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।
- পেরুতে আই এস এস এফ জুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। দলে ছিলেন আরিবা খান, রাইমা ধিলো ও গণেশত শেখোঁ।পুরুষদের দলগত বিভাগে ব্রোঞ্জ পেল ভারত।