কারেন্ট অ্যাফেয়ার্স ৩ অক্টোবর ২০২১

schedule
2021-10-07 | 12:07h
update
2021-10-07 | 12:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে। তালিবানের অন্যতম মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের সদ্য প্রয়াত মায়ের জন্য বিশেষ প্রার্থনার সময়ই বিস্ফোরণ ঘটে। সন্দেহ করা হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদের।
  • প্যান্ডোরা পেপারস নামে একটি ফাইল প্রকাশ হয়ে গেল। বিশ্বের ১১৭টি দেশের ৬০০ জন সাংবাদিক ১৪ মাস ধরে ১.২ কোটি তথ্য সমৃদ্ধ এই ফাইল নির্মাণ করেছিলেন। সেখানে ৩৫ জন বিশ্বনেতা এবং ৩০০ সরকারি আধিকারিকের গোপন সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য ফাঁস করা হয়েছে। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে `অফসোর লিকস’, `পানামা পেপারস’, `প্যারাডইজ পেপার্স’ নামের রিপোর্টে তিনবার বিশ্বনেতাদের গোপন সম্পত্তির তথ্য ফাঁস হয়েছিল।
Advertisement

 

জাতীয়
  • দেশে করোনা ভাইরাসে সংক্রমণে সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ২,৭০,৫৫৭ জন।এই সংখ্যা ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। টানা ১০০ দিন দেশে সংক্রমণে পজিটিভের হার ৩ শতাংশের কম।
  • মুম্বই থেকে গোয়া প্রমোদ তরণি `কর্ডেলিয়া ক্রুজ শিপ’-এ মাদক কেনা, বেচা ও ব্যবহারে যুক্ত থাকার অভিযোগ। মহিলা সহ ৮ জনকে গ্রেপ্তার করল নার্কোটিভ কন্ট্রোল ব্যুরো। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কর্ডেলিয়া প্রমোদতরির ওই সফরে টিকিটের ন্যূনতম দাম ছিল ৭৫ হাজার টাকা।
  • ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচেন ৫৮৮৩৫ ভোটে জয় লাভ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে এটাই সর্বোচ্চ ব্যবধানে জয়।

 

বিবিধ
  • ধর্মস্থানে যৌন লাঞ্ছনা বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করল তদন্তকরী কমিশন। ২০১৮ সালে তদন্ত কমিশন গঠন করেছিল ফ্রান্সের ধর্মীয় সংগঠন। প্রায় ৩০০০ সন্ন্যাসী শিশুদের নিগ্রহে জড়িত বলে মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে।

 

খেলা
  • কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০ তম ডুরান্ড কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। প্রতিযোগিতয় তারা অপরাজিত থাকল। এডু বেদিয়ার জয়সূচক গোলে তারা পরাস্ত করল মহমেডান স্পোর্টিংকে। কতাকার মহমেডান স্পোর্টিং সাত বছর পর ডুরান্ড ফাইনালে উঠেচিল।
  • গোল্ডকোস্টে ভারত-অস্ট্রেলিয়া মহিলাদের প্রথম দিন-রাতের টেস্ট ড্র হল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেরা খেলোয়াডের সম্মান পেলেন স্মৃতি মান্ধানা।
  • লিমায় আয়োজিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতলেন ভারতের মনু ভাকের। সোনা জেতার হ্যাট্রিক করলেন তিনি।

 

২ অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 08:45:28
Privacy-Data & cookie usage: