আন্তর্জাতিক
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) প্রয়াত হলেন। দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর সম্পর্ক ৭৩ বছরের। গ্রিস ও ডেনমার্ক রাজপরিবারের সন্তান ফিলিপের জন্ম হয়েছিল ১৯২১ সালের ১০ জুন। ভারতের শেষ ভাইসরয় লর্ড লুইস মাউন্টব্যাটনের নাতনি ছিলেন তাঁর মা। ফিলিপ ৭ বছর বয়সে লন্ডনে চলে যান এবং রাজপরিবারের অতিথি হিসাবে কেনসিংটন প্রাসাদে থাকতে শুরু করেন। ১৮ বছর বয়সে রয়্যাল নেভিতে যোগ দেন। দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার ৫ বছর আগে ১৯৪৭ সালের ২০ নভেম্বর তাঁদের বিয়ে হয়। প্রিন্স ফিলিপ ৪ বার ভারত সফরে এসেছিলেন। তিনি ছিলেন এডিনবরার ডিউক। ২০১৭ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করল ব্রিটেন। তাঁর অন্ত্যেষ্টি সমাপনের প্রক্রিয়ার পোশাকি নাম দেওয়া হয়েছে `অপারেশন ফোর্থ ব্রিজ’।
জাতীয়
- কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানব্যাপী মন্দিরে সমীক্ষা চালানোর জন্য ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল বারাণসীর স্থানীয় আদালত। এ ক্ষেত্রে ৫ জনের দল গড়তে হবে এবং সেখানে ২ জন সংখ্যালঘু সদস্য রাখতে হবে বলে নির্দেশ দিল আদালত। সমীক্ষার ব্যয়ভার বহন করবে উত্তরপ্রদেশ সরকার।
- করোনা ভাইরাস সংক্রমণে প্রতিদিনই নতুন নজির তৈরি হচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন। ১,৩১,৯৬৮ জন যা একটি রেকর্ড।
- আরব সাগরে ভারতের স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলে কোনো অনুমতি ছাড়াই মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জন পল জোনস গত ৭ এপ্রিল টহল দিয়ে গেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানাল ভারত। প্রসঙ্গত, আন্তর্জাতিক নিয়মে উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত কোনও দেশের জলসীমা। ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত তাদের স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল।
বিবিধ
- বাল্যবিবাহ রুখতে রাজস্থানে বিয়ের কার্ডে পাত্র-পাত্রীর জন্মের সাল-তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করল সেখানকার রাজ্য সরকার। অপ্রাপ্তবয়স্কদের বিবাহ হলে অভিভাবকরা ছাড়া অনুষ্ঠানের অতিথি, ক্যাটারার, পুরোকর্তারাও অভিযুক্ত হবেন বলে নির্দেশ জারি করা হল।
- দেশে ২০২০-২১ অর্থবর্ষে সব ধরনের জ্বালানির বিক্রি আগের বছরের তুলনায় ৯.১ শতাংশ হ্রাস পেয়েছে। সঙ্কোচনের এই হার ১৯৯৮-৯৯ সালের পর সব থেকে বেশি। এই সময়েই অতিবাহিত হয়েছে লক ডাউন।
- গত অর্থবর্ষে দেশে প্রত্যক্ষ কর আদায় হয়েছে ৯.৪৫ লক্ষ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার থেকে তা বেশি। তবে তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ কম।
খেলা
- শুরু হল চতুর্দশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চেন্নাইয়ের দর্শকশূন্য এম এ চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অংশ নেন ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ানস। প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিগত মরসুমে মাত্র পাঁচ মাস আগে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলা হয়েছিল। এ বছর সব দলকেই খেলতে হবে নিরপেক্ষ কেন্দ্রে। উদ্বোধনী ম্যাচে জয়ী হল বেঙ্গালুরু। প্রসঙ্গত, আইপিএলে সর্বোচ্চ রান (৫,৮৭৮) করেছেন বিরাট কোহলি। সব থেকে বেশি উইকেট (১৭০) নিয়েছেন লাথিক্স মালিঙ্গা। ক্রিস গেইল ৩৪৯টি ওভারবাউন্ডারি ও শিখর ধাওয়ান ৫৯১টি বাউন্ডারি মেরেছেন। ১,২৪৯টি ডট বল করেছেন হরভজন সিং।
- নিয়ম না মানায় পাকিস্তান ফুটবল সংস্থাকে সাসপেন্ড করল ফিফা।
- এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা এ বছর বাংলাদেশে আয়োজিত হবে বলে জানানো হল। ঢাকায় অক্টোবর মাসে বসবে ওই প্রতিযোগিতার আসর।
৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন