কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ এপ্রিল ২০২১

662
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা সংক্রমণে মোট ৩০ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে (daily current affairs in bengali) (৩০,০৫,৭০২)৷ ১৪ কোটিরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন৷ এদিকে করোনা ভাইরাসের অতিসংক্রামক বি ১.৬৭ স্ট্রেনরোগ ছড়াচ্ছে ব্রিটেনে৷ প্রথমে এটি ভারতে চিহ্নিত হয় বলে এর নাম দেওয়া হয়েছে ভারত স্ট্রেন৷ এদিকে আন্তর্জাতিক জার্নাল “ল্যানসেট”-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হল কোভিড ১৯-এর জন্য দায়ী সার্স কোভ ২ ভাইরাস বায়ুবাহিত৷ কানাডা, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ জন গবেষক এই দাবি করলেন৷ এতদিন “হু” দাবি করে এসেছে এই ভাইরাস বায়ুবাহিত নয়৷
  • নিউইয়র্কের বাসিন্দা এক বাঙালি তরুণের মৃতদেহ উদ্ধার হল হাডসন নদী থেকে৷ শুভ বিশ্বাস (৩১) নামের ওই তরুণ থাকতেন ম্যানহাটনের থার্টিসেভেন্থ স্ট্রিটের একটি আবাসনে৷ তিনি ক্রিপ্টোকারেন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ পেশাদার৷ তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে৷

 

জাতীয়
  • করোনা সংক্রমণ প্রতিদিনই রেকর্ড গড়ছে ভারতে৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২,১৭,৩৫৩ জন সংক্রমিত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১,১৮৫ জনের প্রাণহানি হয়েছে৷ তাঁদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিং৷ ২০১২-২০১৪ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই করোনায় জীবনাবসান হল জাঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী (৭৩) এবং শামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ দুই আসনেই নির্বাচন স্থগিত হয়ে গেছে৷ কুম্ভমেলা চলার মধ্যেই নির্বাচনী আখড়ার প্রধান মহামণ্ডলেশ্বর কপিল দেব দাস (৬৫) করোনা সংক্রমণে প্রয়াত হলেন৷ দেশে কোভিড পরিস্থিতি বিচার করে আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হল৷ এদিকে অক্সিজেনের ঘাটতি মেটাতে ৫০ হাজার টন অক্সিজেন বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, দেশে দৈনিক ৭২৮৭ টন অক্সিজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে৷

 

বিবিধ
  • এবছর দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৯৮ শতাংশ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিল মৌসম ভবন৷
  • নীরব মোদীকে দেশে ফেরানোর জন্য প্রত্যর্পণের নির্দেশে সই করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল৷ তবে এই আইনের বিরুদ্ধে সেখানকার আদালতে মামলা করার সুযোগও রয়েছে নীরব মোদীর৷ প্রসঙ্গত, ভারতে ১৪ হাজার কোটি টাকার পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত তিনি৷

 

খেলা
  • কুস্তিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের বিনেশ ফোগট, দিব্যা কাকরন, অংশ মালিক৷ এশিয়ান কুস্তিতে এর আগে সাতটি পদক জিতলেও এই প্রথম সোনা জিতলেন বিনেশ৷
  • দেশের জাতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য তথা অলিম্পিয়ান আহমেদ হোসেন (৮৯) প্রয়াত হলেন৷ করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি৷ ১৯৫১ এশিয়ান গেমস, ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক, ১৯৫৯ মারডেকা ট্রফিতে তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন৷ কলকাতায় মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং দলেও খেলেছেন৷
  • আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেললেন এমএস ধোনি৷ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচে জয়ী হল তাঁর দল৷
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতল পাকিস্তান৷ একদিনের ম্যাচেও তারা সিরিজ জিতেছিল৷

১৫ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

daily current affairs in bengali