কারেন্ট অ্যাফেয়ার্স ১ সেপ্টেম্বর ২০২২

538
0
daily current affairs

আন্তর্জাতিক
  •  চিন শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার ও বৈষম্য চালাচ্ছে বলে অভিযোগ জমা পড়ল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে।
  • লিসবনে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালেন একজন অন্তঃসত্ত্বা ভারতীয় মহিলা। এই ঘটনার জন্য পদত্যাগ করতে হল পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রী মার্তা টেমিডোকে।
  • যুদ্ধজাহাজ অ্যানসন অন্তর্ভুক্ত হল ব্রিটিশ নৌবহর রয়্যাল নেভিতে। অত্যাধুনিক ডুবোজাহাজটি নির্মাণে সময় লেগেছে ১১ বছর। এর ওজন ৭৮০০ টন, লম্বায় ৩১৮ ফুট। সাবেক রয়্যাল নেভির আধিকারিক জর্জ অ্যানসনের নামানুসারে এর নাম রাখা হয়েছে। এটি পরমাণু শক্তি চালিত।
জাতীয় 
  •  কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের খোঁজ দিলে মিলবে ২৫ লক্ষ টাকা। এই ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা।
  • দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৭০ সদস্যর বিধানসভায় আপ দলের হয়ে ভোট পড়েছে ৫৮টি।
  • কর্ণাটকে চিত্রদুর্গের মুরুগা মঠের প্রধান , ধর্মগুরু শিবমূর্তি মুরুগাকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে দুই স্কুল ছাত্রীকে যৌন লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
খেলা 
  • এশিয়া কাপে শ্রীলঙ্কা ২ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে ৃ। ৫বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সুপার ফোরে পৌঁছল। অন্য দিকে প্রতিযোগিতা থেকে  ছিটকে গেল বাংলাদেশ।
  • জাপান ওপেনের শেষ আটে পৌঁছলেন ভারতের এইচ প্রণয়। তিনি হারালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়েন ইউকে।
বিবিধ 
  • জুলাই মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা।
  • দুর্গাপূজাকে ‘ইনট‍্যানজিবল কালচারাল হেরিটেজ’ -এর অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো । তাদের ধন্যবাদ জানিয়ে কলকাতার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। রেড রোডে সম্মানজ্ঞাপক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধি টিমোথি কার্টিস , এরিক ফ্লট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে তপতী গুহঠাকুরতাকে। সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ ইন কলকাতা-এর অধ্যাপক তপতী গুহঠাকুরতার উদ্যোগেই ইউনেস্কো দুর্গাপূজাকে ‘ইনট‍্যানজিবল কালচারাল হেরিটেজ’ -এর অন্তর্ভুক্ত করেছে। এদিন জেলাসদরগুলিতেও শোভাযাত্রা বের হয়েছে।