দক্ষিণ দিনাজপুরে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

609
0
KMC Recruitment 2023

জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন দক্ষিণ দিনাজপুর জেলায় ৪১ জন ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার,

ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, সিএইচএ (ইউ), স্পেশ্যালিস্ট (মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট),

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ করা হবে। মেমো নম্বর: DHFWS/786.

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে District Health & Family Welfare Samiti, Dakshin Dinajpur এর অনুকূলে, প্রদেয় হবে বালুরঘাট।

আবেদনের পদ্ধতি: www.dakshindinajpurhealth.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৭ মে ২০২৩ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

নোটিসটি দেখতে ক্লিক করুন