ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

5067
0
data entry job

ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও মেশিন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

যোগ্যতা: সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি

অথবা ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স বিষয়ে এমএসসি/ বিটেক/ বিই পাশ হতে হবে এবং সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, ইম্লিমেন্টেটশনের দক্ষতা থাকতে হবে৷

ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে৷

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র rect.wsmscs@gmail.com এই ইমেল আইডিতে ২০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে পাঠাতে হবে৷ https://excise.wb.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

 

দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন