ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

2098
0
NIACL Assistant Recruitment 2024
Courtesy: My Job Vacancy

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে উত্তর ২৪ পরগণায় ১৯ জন ডেটা এন্ট্রি অপারটের ও অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে৷

ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদ ১৬ এবং অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ ৩৷

ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড, মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা এবং কোনো সরকারি বা বেসরকারি অফিসে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷

অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে অনার্স সহ কমার্স গ্র্যাজুয়েট, মাইক্রোসফট অফিস, ট্যালি, স্প্রেড শিটে কাজের দক্ষতা এবং কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা  থাকতে হবে৷

দুটি পদের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাঢ় পাবেন এবং ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে৷

অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন প্রতি মাসে ১৫০০০ টাকা এবং ডেটা এন্ট্রি পদে বেতন প্রতি মাসে ১১০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: http://www.north24parganas.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ আবেদন করা যাবে আগামী ১৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷