উত্তর ২৪ পরগণার হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

1621
0
ICMR NIOH Recruitment 2024

উত্তর ২৪ পরগণা জেলা হাসপাতাল, বারাসাতে দু মাসের চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে৷ মেমো নম্বর: ১৯৫৩৷

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩৬৫০ টাকা৷

যোগ্যতা: গ্র্যাজুয়েট সঙ্গে সরকার স্বীকৃত কোনো ইন্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স৷ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল,

পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস ও ইন্টারনেটের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থায় ন্যূনতম ১ বছর অথবা বেসরকারি সংস্থায় ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়স: ৭ মে ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷

ইন্টারভিউয়ের তারিখ: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউ হবে আগামী ১৩ মে সকাল ১১টায় (data entry operator)৷

বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন