ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

2026
0
data entry operator recruitment

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন নদীয়ায় ৮ জন কো-অর্ডিনেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।

যোগ্যতা: হেলথকেয়ার ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা থাকলে কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

যে কোন শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: দুটি পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন  করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.nadia.nic.in অথবা  http://www.wbhealth.gov.inওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদন পত্র ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যায়িত জেরক্স ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে পৌঁছাতে হবে The Chief Medical Office of Health, Nadia & Secretary, District Health & Family Wealfare Samiti, 5, D.L.Roy Road, PO Krishnanagar, District – Nadia ঠিকানায়।

সেন্ট্রাল ব্যাঙ্ক এ স্পেশালিস্ট অফিসার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন