উত্তর দিনাজপুরে ডেটা এন্ট্রি অপারেটর

1396
0
data entry job

রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে উত্তর দিনাজপুর জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (data entry operator)।

বিজ্ঞপ্তি নম্বর — 1405/ADEO/DCFS/UD/2021 ।

মোট ১৬ টি ডেটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক উত্তীর্ন এবং এর সাথে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে।

যোগ্য প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

আবেদন পত্রের সঙ্গে নিজের বায়ো-ডাটা, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি, নিজের শিক্ষাগত যোগ্যতার এটাস্টেড করা কপি দিতে হবে।

আবেদন পত্র ই-মেল মারফতও পাঠানো যাবে। আবেদন পত্র পাঠানোর ই-মেল আইডি হল — dcfsuttardinajpur@gmail.com । বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাবে www.uttardinajpur.gov.in ওয়েবসাইট থেকে।