স্নাতক যোগ্যতায় ডেটা এন্ট্রি অপারটের নিয়োগ

2320
0
ICMR NIOH Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীন বিভিন্ন অফিস, ব্লক ও মিউনিসিপ্যালিটিতে, পশ্চিম মেদিনীপুরে চুক্তির ভিত্তিতে ৩২ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। মেমো নম্বর: 2296/DCM(W)/2021. চুক্তির মেয়াদ ৬ মাস (data entry operator job)।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পূর্ব রেলে নিয়োগের খবর দেখতে ক্লিক করু

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।

পিজিডিসিএ/ বিএসসি (কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/ ডোয়েকে `এ’ লেভেল কোর্স (তিন বছরের সময়সীমার) থাকলে অগ্রাধিকার।

বাঞ্ছনীয়: কম্পিউটার রিলেটেড কাজে দু বছরের অভিজ্ঞতা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।

আবেদনের পদ্ধতি: www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকলে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত (data entry operator job)।

নোটিসটি দেখতে ক্লিক করুন