রাজ্যের খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর

2156
0
NIACL Assistant Recruitment 2024
Courtesy: My Job Vacancy

রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন বাঁকুড়া ব্লকে চুক্তির ভিত্তিতে অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে (data entry operator job)।

মেমো নম্বর: 2107/HIR/21

বয়সসীমা: ১ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্য বিদ্যুতে এগজিকিউটিভ ও ইঞ্জিনিয়ার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ হবে ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০টায় (data entry operator job)।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Office of the Hirbandh Development Block.

নোটিসটি দেখতে ক্লিক করুন