ডেটাএন্ট্রি অপারেটর নিয়োগ

1894
0
data entry operator recruitment

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন দার্জিলিংয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে ২ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ যে কোনো শাখায় স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতিমাসে পারিশ্রমিক ১৩০০০ টাকা। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

আবেদনের পদ্ধতি : https://www.wbfpih.gov.in এবং https://www.darjeeling.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Director, Director of Cinchona and other Medicinal Plants, West Bengal PO- Mungpoo, Darjeeling Pin- 734313 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে (Data entry operator job)।