মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি নিয়োগ

1387
0
ICMR NIOH Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার বানারহাট ডেভলপমেন্ট ব্লকে মিল ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে (data entry operator job vacancy)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে এবং জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্র্যাক্টিক্যাল এবং ইন্টারভিউয়ের তারিক কললেটারের মাধ্যমে জানানো হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.jalpaiguri.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের একটি ছবি

(একটি ছবি আবেদনপত্রে দিতে হবে আর একটি ছবি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে) ১২ ডিসেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে পৌঁছতে হবে The Block Development Officer, Banarhat Development Block, PO-Banarhat, Jalpaiguri, PIN- 735202 ঠিকানায়। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (data entry operator job vacancy)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন