বীরভূমে স্নাতক যোগ্যতায় ডেটা এন্ট্রি অপারেটর

1439
0
data entry operator recruitment

রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন বীরভূম জেলায় ৬ মাসের চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩০০০ টাকা করে পারিশ্রমিক।

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট ও মাইক্রোসফট অফিস, ইন্টারনেটের ব্যবহার, ভালো টাইপিং স্পিড থাকলে আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:  কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

সিলেকশন টেস্ট হবে আগামী ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১টায়, ঠিকানা: Block Conference Hall, Murarai-II, Development Block, Paikar, Birbhum.

আবেদনের পদ্ধতি: সিলেকশন টেস্টের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট,

এপিক কার্ড, আধার কার্ড, বসবাসের সার্টিফিকেট, দুটো পাসপোর্ট মাপের ছবি, জন্ম সার্টিফিকেট) স্পিড পোস্ট বা ক্যুরিয়রে Murarai-II Dev. Block Office, Paikar, Birbhum ঠিকানায় পাঠাতে হবে ১০ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে।

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন