স্বরাষ্ট্র মন্ত্রকের বেংডুবি মিলিটারি স্টেশনে স্টেনো, এলডিসি, সাফাইওয়ালা

1766
0
indian army recruitment 2022

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Defense Ministry of India) অধীনে হাসিমারার বেঙডুবি মিলিটারি স্টেশনে একাধিক গ্রুপ সি (Group C recruitment) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 1/2021।

শূন্যপদ : স্টেনোগ্রাফর ১, লোয়ার ডিভিশন ক্লার্ক ১, মেসেঞ্জার ৩ এবং ১ টি সফাইওয়ালা পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :
স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মেসেঞ্জার পদের জন্য সরকারি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সাফাইওয়ালা পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

বেতনক্রম : স্টানগরফার পদের জন্য লেভেল ৪ (২৫,৫০০ – ৮১,১০০), লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লেভেল ২ (১৯.৯০০ – ৬৩,২০০) এবং মেসেঞ্জার ও সাফাইওয়ালা পদের জন্য লেভেল ১ (১৮,০০০ – ৫৬,৯০০)।

আবেদন : আগামী ২০ নভেম্বরের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্ট আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির কপি পাঠাতে হবে।

আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক : ক্লিক করুন এখানে

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক : ক্লিক করুন এখানে