দিল্লি পুলিশে ৮৩৫ কনস্টেবল নিয়োগ সারা দেশ থেকে

2688
0
WB Police Lady Constable Answer Key

দিল্লি পুলিশে ৮৩৫ পুরুষ ও মহিলা কনস্টেবল (মিনিস্টেরিয়াল)নিয়োগ করা হবে৷ সারা দেশ থেকে প্রার্থী বাছাইয়ের পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন (delhi police constable recruitment)৷

এই বিজ্ঞপ্তির এফনম্বর: 3/1/2022-P&P-II.

শূন্যপদ: হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) পুরুষ: ওপেন: ৫০৩ (অসংরক্ষিত ২১৭, ইডব্লুএস ৫০, ওবিসি ১২৩, তপশিলি জাতি ৫৯, তপশিলি উপজাতি ৫৪)।

প্রাক্তন সেনাকর্মী: ৫৬ (অসংরক্ষিত ২৪, ইডব্লুএস ৬, ওবিসি ১৪, তপশিলি ডাতি ৬, তপশিলি উপজাতি ৬)।

হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) মহিলা: ওপেন: ২৭৬ (অসংরক্ষিত ১১৯, ইডব্লুএস ২৮, ওবিসি ৬৭, তপশিলি জাতি ৩২, তপশিলি উপজাতি ৩০)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৭-১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১০+২ (সিনিয়র সেকেন্ডারি) পাশ বা সমতুল। প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে ইংরেজিতে টাইপিং স্পিড

অথবা প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট, টাইপিং টেস্ট, মেডিক্যাল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ,

কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস এক্সেল, এমএস অফিস। মোট ১০০ নম্বরের পরীক্ষা।

আবেদনের ফি: ১০০ টাকা, ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো/ রুপে/ ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

এছাড়াও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় চালানের মাধ্যমে ক্যাশেও আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ জুন ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্র: ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্র ও ব্র্যাকেটে কোড নম্বরগুলি হল- কলকাতা (৪৪১০), পোর্ট ব্লেয়ার (৪৮০২), ধানবাদ (৪২০৬),

হাজারিবাগ (৪২০৪), জামশেদপুর (৪২০৭), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), বহরমপুর (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫),

ধেঙ্কানল (৪৬১১), রুরকেলা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১),

আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪০৪), দুর্গাপুর (৪৪২৬), কল্যাণী (৪৪১৯), শিলিগুরি (৪৪১৫)।

অন্যান্য রিজিয়নের পরীক্ষাকেন্দ্র ও সেন্টার কোড সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে (delhi police constable recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন