Site icon জীবিকা দিশারী

দিল্লি সাবর্ডিনেটের নানা দপ্তরে ১১৭১ কারিগরি-অকারিগরি পদে

Govt Jobs 2024

দিল্লিতে বিভিন্ন দপ্তরে ১১৭১ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান,

পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জুনিয়র স্টেনোগ্রাফার, সিকিউরিটি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, কার্পেন্টার, অ্যাসিস্ট্যান্ট ফিল্টার সুপারভাইজার,

ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার ও স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। No. 4 (376)/P&P/DSSB/2021/Advt/4821.

যে সমস্ত দপ্তরে নিয়োগ হবে সেগুলি হল: ডিপার্টমেন্ট অব ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, দিল্লি জল বোর্ড, ডিরেক্টরেট অব আয়ুষ, দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড,

দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড,

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন, দিল্লি স্টেট সিভিল সাপ্লাইস কর্পোরেশন, ডিপার্টমেন্ট অব সোশ্যাল ওয়েলফেয়ার, মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি।

বেতনক্রম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে (পাবলিক হেলথ, প্রিন্টিং, সিভিল, কেমিক্যাল, ইনটেরিয়ার ডিজাইন, অটোমোবাইল, প্রোডাকশন, মেডিক্যাল ইলেক্ট্রনিক্স, মেডিক্যাল ইলেক্ট্রনিক্স, মডার্ন অফিস প্র্যাক্টিস, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, প্লাস্টিক) ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫২০০-২০২০০ টাকা, গ্রেড পে ২৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল), ড্রাফটসম্যান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা।ঙ্গ

ফার্মাসিস্ট (আয়ুর্বেদা, হোমিওপ্যাথি) পদে ৫২০০-২০২০০ টাকা, গ্রেড পে ২৮০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, জুনিয়র স্টেনোগ্রাফার, সেফটি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, কার্পেন্টার, অ্যাসিস্ট্যান্ট ফিল্টার সুপারভাইজার, প্রোগ্রামার পদে ৫২০০-২০২০০ টাকা, গ্রেড পে ২৮০০ টাকা।

ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার ও স্পেশ্যাল এডুকেটর (প্রাইমারি) পদে ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪২০০ টাকা।

পরীক্ষার ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://dsssbonline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advt_1-210001.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version