দিল্লি বিশ্ববিদ্যালয়ে ১১৪৫ জন নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: Estab.IV/290/2021.
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রাইভেট সিকিউরিটি, সিকিউরিটি অফিসার, যোগা অর্গানাইজার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নার্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ গেস্ট হাউস, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্র্যান্সলেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল ওয়ার্কার, ফিজিওথেরাপিস্ট, এক্স-রে টেকনিশিয়ান, হর্টিকালচারিস্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, স্পোর্টস কোচ, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (হেলথ সেন্টার), স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি ইনস্পেক্টর, তবলা অ্যাকোমপ্যানিইস্ট, পাখোয়াজ প্লেয়ার, সারেঙ্গি অ্যাকোমপ্যানিইস্ট, ভায়োলিন অ্যাকোমপ্যানিইস্ট, ম্রিদঙ্গম অ্যাকোমপ্যানিস্ট, হারমোনিয়াম অ্যাকোমপ্যানিইস্ট, তানপুরা অ্যাকোমপ্যানিইস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট (স্টোর), সেলসম্যান (ডিএইচএমআই), লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টেলিফোন অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টোর, জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, হেলথ অ্যাটেন্ড্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ড্যান্ট।
আবেদনের ফি: ১০০০ টাকা। ওবিসি (এনসিএল), ইডব্লুএস ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৮০০ টাকা এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৬০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: http://recruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল