কোচবিহারে ৩৮ স্বাস্থ্যকর্মী নিয়োগ

553
0
WB Health Recruitment

কোচবিহারে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৩৮টি শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। DHFWS Cooch Behar Recruitment

যে সমস্ত পোস্টে নিয়োগ হবে সেগুলি হল- কমিউনিটি হেলথ অফিসার, ফুল টাইম মেডিক্যাল অফিসার, পার্ট টাইম মেডিক্যাল অফিসার,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,

সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, টেকনিক্যাল সুপারভাইজার (ব্লাড সার্ভিস), ল্যাবরেটরি টেকনিশিয়ান,

স্পেশ্যালিস্ট (মেডিসিন, পেডিয়াট্রিক্স), কাউন্সেলর, মেডিক্যাল অফিসার।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

আবেদনের পদ্ধতিঃ www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৪ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the CMOH & Secretary, Dist. Health & Family

Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৫ জুন ২০২৪ তারিখের মধ্যে। DHFWS Cooch Behar Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন