পুরুলিয়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

schedule
2023-06-14 | 08:11h
update
2023-06-14 | 08:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে নিযোগ করা হবে। DHFWS Recruitment 2023

মেমো নম্বর: CMOH/Samiti/225.

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল– ডেন্টাল সার্জেন, ডেন্টাল টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট,

আর্লি ইনভেনশনিস্ট কাম স্পেশ্যাল এডুকেটর, অডিওলডিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার, টিবিএইচভি, ল্যাবরেটরি টেকনিশিয়ান।

বেতন: ডেন্টাল সার্জেন পদে ৪২০০০ টাকা। ডেন্টাল টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ২২০০০ টাকা।

সোশ্যাল ওয়ার্কার, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট পদে ২৫০০০ টাকা। বাকি পদগুলিতে ১৮০০০ টাকা।

মাধ্যমিক যোগ্যতায় রিষড়া পুরসভায় নিয়োগAMP

Advertisement

যোগ্যতা: ডেন্টাল সার্জেন: ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে বিডিএস,

ডেন্টাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা।

ডেন্টাল টেকনিশিয়ান: ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং এক বছরের কাজের অভিজ্ঞতা।

ফিজিওথেরাপিস্ট: ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি।

আর্লি ইনবেনশনিস্ট কাম স্পেশ্যাল এডুকেটর: স্পেশ্যাল এডুকেশন বা আর্লি ইনভেনশনে ডিগ্রি বা ডিপ্লোমা।

অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট: অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে ব্যাচেলর ডিগ্রি/ বিএসসি (স্পিচ অ্যান্ড হিয়ারিং)।

সোশ্যাল ওয়ার্কার: সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট।

টিবিএইচভি: সায়েন্স গ্র্যাজুয়েট, কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট কোর্স।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ ১০+২। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

নদিয়ায় আশাকর্মী নিয়োগAMP

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

হাওড়ায় লাইব্রেরিয়ান নিয়োগAMP

আবেদনের পদ্ধতি: http://www.purulia.gov.in অথবা http://www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৯ জুন থেকে ৩০ জুন বিকাল ৫টা পর্যন্ত। DHFWS Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 12:50:22
Privacy-Data & cookie usage: