কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দপ্তরের অধীন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে ১৬ জন (Digital India Corporation)
সিনিয়র ডেভেলপার, ডেভেলপার, ডিজাইনার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ও কনটেন্ট ম্যানেজার/ রাইটার নিয়োগ করা হবে৷
বিজ্ঞপ্তি নম্বর: DIC/9/(20)/HCMP/MoT/SVS/08/20/
শূন্যপদ: সিনিয়র ডেভেলপার (পিএইচপি): ১, সিনিয়র ডেভেলপার (অ্যানালিটিক্স): ১, সিনিয়র ডেভেলপার (মোবাইল): ১, ডেভেলপার (পিএইচপি): ৩, ডেভেলপার (মোবাইল): ১,
ডেভেলপার (ওয়েব এসইও ও ডিজিটাল মার্কেটিং): ১, ডেভেলপার (ওয়েব সিকিউরিটি): ১, ডিজাইনার (ওয়েব/ ইউআই): ১, ডিজাইনার (গ্রাফিক্স): ১,
সফটওয়্যার টেস্টার কাম ডেভেলপার: ২, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট): ১, কনটেন্ট ম্যানেজার/ রাইটার: ২৷
যোগ্যতা:
১. সিনিয়র ডেভেলপার (পিএইচপি): বিই/ এমএসসি/ এমসিএ সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা৷
২. সিনিয়র ডেভেলপার (অ্যানালিটিক্স): বিই/ এমএসসি/ এমসিএ সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা৷
৩. সিনিয়র ডেভেলপার (মোবাইল): কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সিস্টেমে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷
৪. ডেভেলপার (পিএইচপি): বিই/ এমসিএ/ এমএসসি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা৷
৫. ডেভেলপার (মোবাইল): কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সিস্টেমে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা৷
৬. ডেভেলপার (ওয়েব এসইও ও ডিজিটাল মার্কেটিং): বিই/ এমএসসি/ এমসিএ সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা৷
৭. ডেভেলপার (ওয়েব সিকিউরিটি): বিই/ এমএসসি/ এমসিএ সঙ্গে সিকিউরিটি অডিটে ৩ বছরের অভিজ্ঞতা৷
৮. ডিজাইনার (ওয়েব/ ইউআই): ব্যাচেলর ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা৷
৯. ডিজাইনার (গ্রাফিক্স): ব্যাচেলর ডিগ্রি সঙ্গে গ্র্যাফিক্স ডিজাইনিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা৷
১০. সফটওয়্যার টেস্টার কাম ডেভেলপার: বিই/ এমএসসি/ এমসিএ সঙ্গে টেস্টিংয়ে ৩ বছরের অভিজ্ঞতা৷
১১. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: বিই/ বিটেক/ এমএসসি/ এমসিএ (কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং) এবং ৩ বছরের অভিজ্ঞতা৷
১২. কনটেন্ট ম্যানেজার/ রাইটার: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা৷
আবেদনের পদ্ধতি: https://ora.digitalindiacorporation.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷
অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদি ইমেল করতে হবে dicadmin-hr@digitalindia.gov.
আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত (Digital India Corporation)৷
নোটিস দেখতে ক্লিক করুন