Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের মাল্টি টাস্কিং স্টাফ ফল প্রকাশিত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য


স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) নিয়োগের পরীক্ষার ফলের ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সফল হওয়া প্রার্থিদের তালিকা কমিশনের ওয়েবসাইটে বেরিয়েছে। পেপার-ওয়ানের পরীক্ষা হয়েছিল ২০১৯-এর ২ থেকে ২২ আগস্ট, তার ফল বেরিয়েছিল ৫ নভেম্বর, তারপর আরও একটি অতিরিক্ত তালিকা বেরিয়েছিল ১১ নভেম্বর। দুই তালিকা মিলিয়ে সফল হয়েছিলেন মোট ১,২০,৭১৩ জন। পেপার-টু-এর পরীক্ষা হয়েছিল ২৬ নভেম্বর, তাতে অংশ নেন ৯৬,৪৭৮ জন। পেপার-টুতে পাওয়া নম্বর আপলোড করা হবে আগামী ৫ নভেম্বর। দুই পেপারে পাওয়া নম্বরের নিয়মমাফিক ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সফল হওয়া প্রার্থীদের তালিকা দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে (https://ssc.nic.in/Portal/Results) দেওয়া লিঙ্কে। দুই বয়সসীমার গ্রুপ অনুযায়ী (১৮-২৫ ও ১৮-২৭) সফল হওয়া প্রার্থীদের সংখ্যা (১৮-২৫ গ্রুপের ১৭,০০৪ ও ১৮-২৭ বয়সের জন্য ৩,৮৯৮)। রাজ্য/ক্যাটেগরি ভিত্তিক কাট-অফ মার্কসও প্রকাশিত হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কমিশনের আঞ্চলিক অফিসগুলিতে, তার তারিখ ও অ্যাডমিশন সার্টিফিকেটও তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে যথাসময়ে। কমিশনের ৩০ অক্টোবরের এই বিজ্ঞপ্তিটি (No. 7/2/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/MTS_2019_latestWriteup_30.10.2020.pdf

 

সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে ১৮-২৫ বয়সগ্রুপের জন্য এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ROLL1825_30102020.pdf

১৮-২৭ বয়সগ্রুপের এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ROLL1827_30102020.pdf

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Exit mobile version