ডিআরডিও-তে ১৫০ অ্যাপ্রেন্টিস

2028
0
Apprentice Recruitment

ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ১৫০ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷ বিজ্ঞপ্তি নম্বর: GTRE/HRD/026 & 027.
শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৮০, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ৩০, আইটিআই অ্যাপ্রেন্টিস: ৪০৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: বিই/ বিটেক বা সমতুল৷
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা৷
আইটিআই অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই৷
বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: http://www.drdo.gov.inওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল