ডিআরডিওতে ৬২ অ্যাপ্রেন্টিস

1073
0
Apprentice Recruitment

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীন প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এসট্যাব্লিশমেন্টে ৬২ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ও আইটিআই) নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নম্বর: PXE/HRD/AT/01/2020-21.

শূন্যপদ: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ৩৯, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (আইটিআই): ২৩৷

স্টাইপেন্ড: ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা ও আইটিআই অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৭০০০ টাকা৷

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): সিনেম্যাটোগ্রাফি/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা৷

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (আইটিআই): ফিটার/ ডিজেল মেকানিক/ ইলেক্ট্রিশিয়ান/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ ইলেক্ট্রনিক্স/ ওয়েল্ডার/ টার্নার/ মেশিনিস্ট ট্রেডে ডিপ্লোমা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.drdo.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি ২৭ ফেব্রুয়ারির মধ্যে ইমেল করতে হবে এই আইডিতে: director@pxe.drdo.in

https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/DOCUMENT_APPRENTICE.pdf লিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে৷