ডিআরডিওতে ১৫০ স্নাতক, ডিপ্লোমা, আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ

2330
0
DRDO Apprentice 2024

ডিফেন্স রিসার্চ এন্ড অর্গানাইজেশনে (DRDO) একাধিক অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মোট ১৫০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

অ্যাপ্রেন্টিসশিপের শূন্যপদ : ৪০ টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ৬০ টি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ৫০ টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে।

যোগ্যতা : গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস – বিই /বিটেক বা বিকম বা বিএসসি যোগ্যতার প্রার্থীরা এই পদ আবেদন করতে পারবেন।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

ট্রেড অ্যাপ্রেন্টিস-এনসিভিটি বা এসসিভিটি থেকে ফিতার/টার্নার/ইলেক্ট্রিশিয়ান/ইলেক্ট্রনিক্স/মেকানিক্স এন্ড ওয়েল্ডা বিষয়ে আইটিআই যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীদের ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর বয়স হবে । সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। স্নাতকোত্তর প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন : আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের আবেদন করতে হবে। https://rcilab.in/ ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার পর একটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। মোট এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে।

অ্যাপ্রেন্টিসশিপ সাম্মানিক : গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীরা ৯ হাজার প্রতি মাস,টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা ৮ হাজার প্রতি মাস এবং ট্রেড অ্যাপ্রেন্টিসরা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাস সাম্মানিক পাবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার লিঙ্ক : ক্লিক করুন এখানে