ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস

409
0
DRDO Apprentice 2024

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপেমন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) ১৫০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। DRDO Apprentice 2024

শূন্যপদঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ ১০৫, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসঃ ২, ট্রেড অ্যাপ্রেন্টিসঃ ২৫।

বয়সঃ ৯ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ ডিপ্লোমা/ ডিগ্রি।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

স্টাইপেন্ডঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ৮০০০ টাকা এবং আইটিআই অ্যাপ্রেন্টিসদের ৭০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ rac.gov.in অথবা drdo.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

পলিটেকনিক কলেজে গ্রুপ ডি স্টাফ নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত। DRDO Apprentice 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন