ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস

294
0
DRDO Apprentice 2024

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অধীন ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে ১২৭টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেনিস্ট অ্যাক্ট অনুযায়ী।

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

শূন্যপদঃ ফিটারঃ ২০, টার্নারঃ ৮, মেশিনিস্টঃ ১৬, ওয়েল্ডারঃ ৪, ইলেক্ট্রিশিয়ানঃ ১২, ইলেক্ট্রিনক্সঃ ৪, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টঃ ৬০, কার্পেন্টারঃ ২, বুক বাইন্ডারঃ ১।

ট্রেনিংয়ের সময়সীমাঃ ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ প্রথমে www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। আবেদন করা যাবে ৩১ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন