Site icon জীবিকা দিশারী

ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস

DRDO Apprentice 2024

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান DRDO Apprentice 2024

এবং ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ ১৫, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসঃ ১০, ট্রেড অ্যাপ্রেন্টিসঃ ৬৫।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা,

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ৭০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসঃ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ট্রেড অ্যাপ্রেন্টিসঃ ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ টার্নার/সিওপিএ/মেশিনিস্ট ট্রেডে আইটিআই।

সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.drdo.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাইনলোড করা যাবে।

কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘The Director, Advanced Systems Laboratory (ASL), Kanchanbagh PO, Hyderabad- 500058’ ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR APPRENTICESHIP TRAINING AT ASL’.

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৭ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। DRDO Apprentice 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version