ডিআরডিওতে ট্রেড, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

544
0
DRDO Recruitment 2023

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। DRDO Recruitment 2023

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৩০, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ৩০, ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই পাস): ৯০।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল, কেমিক্যালে বিই/ বিটেক।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল, কেমিক্যালে ডিপ্লোমা।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি

ট্রেড অ্যাপ্রেন্টিস: ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক-ডিজেল, ইলেক্ট্রনিক্স-মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিওপিএ (কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট) ট্রেডে আইটিআই পাশ এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত।

পুরুলিয়ায় লাইব্রেরিয়ান নিয়োগ

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী।

বয়স: ১ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: বিই/ বিটেক/ ডিপ্লোমা প্রার্থীদের www.mhrdnats.gov.in পোর্টালে এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অফিশিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন

DRDO Recruitment 2023