Site icon জীবিকা দিশারী

ডিআরডিওতে ট্রেড, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

DRDO Recruitment 2023

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। DRDO Recruitment 2023

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৩০, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ৩০, ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই পাস): ৯০।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল, কেমিক্যালে বিই/ বিটেক।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল, কেমিক্যালে ডিপ্লোমা।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি

ট্রেড অ্যাপ্রেন্টিস: ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক-ডিজেল, ইলেক্ট্রনিক্স-মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিওপিএ (কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট) ট্রেডে আইটিআই পাশ এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত।

পুরুলিয়ায় লাইব্রেরিয়ান নিয়োগ

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী।

বয়স: ১ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: বিই/ বিটেক/ ডিপ্লোমা প্রার্থীদের www.mhrdnats.gov.in পোর্টালে এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অফিশিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন

DRDO Recruitment 2023

 

Exit mobile version