ড্রেজিং কর্পোরেশনে ৫৫ ইঞ্জিনিয়ার, অফিসার ও ট্রেনি

1465
0

ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বিশাখাপত্তনমে ৫৫ জন ড্রেজ ক্যাডেট, ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার,  ট্রেনি ইলেকট্রিক্যাল অফিসার ও নিয়ার কোস্টাল ভয়েস (এনসিভি) ট্রেনি নিয়োগ করা হবে চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০২০।

শূন্যপদ: ড্রেজ ক্যাডেট: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। এনসিভি (ট্রেনি): ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। ট্রেনি ইলেক্ট্রিক্যাল অফিসার: ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপিশলি জাতি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: ড্রেজ ক্যাডেট: ডিজি শিপিং অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা।

ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার: ডিজি শিপিং অনুমোদিত কোনো ইনস্টিটিউট/ আইএমইউ স্বীকৃত কোনো কলেজ থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিগ্রি।

ট্রেনি ইলেক্ট্রিক্যাল অফিসার: রাজ্য/ কেন্দ্র/ এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কমিউনেকিশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ডিগ্রি সঙ্গে ডিজি শিপিং অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে চার মাসের ইলেক্ট্রো টেকনিক্যাল অফিসার কোর্স।

এনসিভি (ট্রেনি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ সঙ্গে প্রি-সি ডিজি রেটিং কোর্স।

বয়সসীমা: ড্রেজ ক্যাডেট, ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইলেক্ট্রিক্যাল অফিসার পদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এনসিভি (ট্রেনি)-র ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বয়স হতে হবে ২৫ বছরের কম।

স্টাইপেন্ড: ড্রেজ ক্যাডেটদের প্রতি মাসে ১৫০০০ টাকা, ট্রেনি ইলেকট্রিক্যাল অফিসার ও ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে ২৫০০০ টাকা এবং নিয়ার কোস্টাল ভয়েস (এনসিভি) ট্রেনিদের প্রতি মাসে ১০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.dredge-india.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://122.252.231.194/floating/apply5.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

http://www.dredge-india.com/files/floatingadvt.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল