অষ্টম শ্রেণি যোগ্যতায় রাজ্যে ড্রাইভার নিয়োগ

2269
0
Driver Recruitment 2024

রাজ্যের স্বাস্থ্য পরিবহণ ভবনে চুক্তির ভিত্তিতে ড্রাইভার নিয়োগ করা হবে। Driver Recruitment 2024

রিক্রুটমেন্ট নোটিস নম্বরঃ SHTO/07/HFW-45025(99)/277/2022.

এই মুহূ্র্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ। কোনো সরকারি/ আধা সরকারি/ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

এবং বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে। বৈধ হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স বাঞ্ছনীয়।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ প্রতি মাসে ১১৫০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউেয়র মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

টেকনিক্যাল স্কিল টেস্টে থাকবে ৩০ নম্বর এবং ইন্টারভিউতে থাকবে ২০ নম্বর।

কৃষ্ণনগর পুরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে এ ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে।

www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স,

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি State Health Transport Organisation, Swasthya Paribahan Bhawan, 142, AJC Bose Road, Kolkata- 700014 ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে

৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে। খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2024.’

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন