দিল্লি সাবর্ডিনেটে ১৮৪১ শিক্ষক, অ্যাসিঃ নিয়োগ

615
0
DSSSB Recruitment 2023

দিল্লিতে বিভিন্ন সরকারি দপ্তরে ১৮৪১ শূন্যপদে শিক্ষক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, থেরাপিস্ট, কম্পাউন্ডার নিয়োগ করা হবে। DSSSB Recruitment 2023

প্রার্থী বাছাই করবে দিল্লি সাবর্ডিনেট সর্ভিসেস সিলেকশন বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২৩।

ওয়েস্টার্ন কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস

যে সমস্ত দপ্তরে নিয়োগ করা হবে সেগুলি হল- ডিরেক্টরেট অব এডুকেশন, ডিরেক্টরেট অব ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি,

নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, দিল্লি জল বোর্ড, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এইচঅ্যান্ডএফডব্লু, দিল্লি ট্র্যান্সকো লিমিটেড, প্ল্যানিং ডিপার্টমেন্ট।

যে সমস্ত পোস্টে নেওয়া হবে সেগুলি হল– মিউজিক টিচার, ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিতার (স্পেশ্যাল এডুকেশন টিচার), পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট,

ফোটোগ্রাফার, সার্ভেলিয়েন্স ওয়ার্কার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি, ব্যালিস্টিক্স),

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফোটো, ব্যালিস্টিক্স), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি), ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি),

ল্যাব আসিস্ট্যান্ট গ্রেড ফোর, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, রিফ্র্যাকশনিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট,

রেডিওগ্রাফার, স্পিচ থেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি, জুনিয়র পিএ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট,

পিজিটি (এগ্রিকালচার, গ্র্যাফিক্স, সংস্কৃত, ইংলিশ), টিজিটি, হোমিওপ্যাথিক কম্পাউন্ডার।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://dsssb.delhi.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

বিশ্বভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো

শিক্ষাগত যোগ্যতা, বেতন ও বয়স সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

DSSSB Recruitment 2023