দমদম পৌরসভায় নানা পদে নিয়োগের পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

876
0
Folafal Final Pic

দমদম পৌরসভায় মেডকেল অফিসার, নার্স, ওয়ার্ড মাস্টার, ক্লার্ক, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, লেবরেটরি টেকনিশিয়ান, স্যানিটারি ইনস্পেক্টর, মজদুর, হেল্পার, সুইপার, জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ড্যান্ট ও টিচার (বেঙ্গলি মিডিয়াম) পদে নিয়োগের জন্য Memo No.: 642/DDM/GEN/2018, Date : 11.09.2018 অনুযায়ী যে অবেদন চাওয়া হয়েছিল, তার জন্য লিখিত পরীক্ষা হবে আগামী ১৩ জানুয়ারি। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পৌরসভার ওয়েবসাইট থেকে (http://www.dumdummunicipality.co.in), পদ নির্বাচন করে নিজের নাম, জন্মতারিখ বা রোলনম্বর উল্লেখ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট-আউট নেওয়া করা যাবে। নিয়োগের মূল বিজ্ঞপ্তিও ওই ওয়েবসাইটে দেখা যাবে।