দুর্গাপুর এনআইটিতে ১১ নন-টিচিং স্টাফ

7833
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি দুর্গাপুরে ১১ নন-টিচিং স্টাফ (স্টাইপেন্ডিয়ারি ইঞ্জিনিয়ার, ডেপুটি লাইব্রেরিয়ান, সিনিয়র সায়েন্টিফিক/ সিনিয়র টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক অফিসার/ টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারার, সিনিয়র এসএএস অফিসার, এসএএস অফিসার, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল, ফার্মাসিস্ট) নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: NITD/Estt./01/10/Non-Teaching/2020.

শূন্যপদ: পোস্ট কোড ও-০১: স্টাইপেন্ডিয়ারি ইঞ্জিনিয়ার: ১ (ওবিসি), পোস্ট কোড ও-০২: ডেপুটি লাইব্রেরিয়ান: ১ (তপশিলি উপজাতি),  পোস্ট কোড ও-০৪: সিনিয়র সায়েন্টিফিক/ সিনিয়র টেকনিক্যাল অফিসার: ১ (অসংরক্ষিত), পোস্ট কোড ও-০৫: সায়েন্টিফিক অফিসার/ টেকনিক্যাল অফিসার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১), পোস্ট কোড ও-০৬: অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারার: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১), পোস্ট কোড ও-০৭: সিনিয়র এসএএস অফিসার: ১ (ওবিসি), পোস্ট কোড ও-০৮: এসএএস অফিসার: ১ (ওবিসি), পোস্ট কোড ও-০৮: এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল: ১ (ওবিসি), পোস্ট কোড এএইচ-০৯: ফার্মাসিস্ট: ১ (অসংরক্ষিত)৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.nitdgp.ac.in/careers@NITD থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Registrar, National Institute of Technology, Mahatma Gandhi Avenue, PO Durgapur, Dist-Paschim Bardhaman, West Bengal, PIN 713209 ঠিকানায়, পৌঁছতে হবে ৮ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে৷ যোগ্যতা, বয়স ও বেতন সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানতে পাওয়া যাবে৷

 

https://admin.nitdgp.ac.in/files/information/careers/2020/Non_Teaching_Recruitment_online_Draft-11.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল