Site icon জীবিকা দিশারী

ডিভিসিতে ট্রেনি নিয়োগ

DVC Executive Trainee Recruitment

Courtesy: Telegraph India


দামোদর ভ্যালি কর্পোরেশনে এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে গেট ২০২৩ স্কোরের মাধ্যমে। DVC Executive Trainee Recruitment

শূন্যপদ: এগজিকিউটিভ ট্রেনি: মাইনিং: ১০, মেকানিক্যাল ২৯, ইলেক্ট্রিক্যাল: ৩৭, সিভিল: ১১, সিঅ্যান্ডআই: ২, আইটি: ২।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

বৈধ ২০২৩ গেট স্কোর থাকতে হবে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ

গেট পেপার কোড- মেকানিক্যাল (এমই), ইলেক্ট্রিক্যাল (ইই), সিভিল (সিই), ইনস্ট্রুমেন্টেশন (আইএন),

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস), মাইনিং (এমএন)।

বয়স: ৩০ অক্টোবর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

মিসলেনিয়াস সার্ভিসে আবেদন শুরু

বেতনক্রম: ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীরা বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

ওয়েবসাইটে গিয়ে ‘APPLY ONLINE’ লিঙ্কে ক্লিক করতে হবে। অনলাইন আবেদন করার আগে যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে।

কাটোয়া কলেজে লেকচারার নিয়োগ

অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

অষ্টম শ্রেণি পাশে কলকাতা পুলিশ চাকরি

অনলাইন আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৩ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

DVC Executive Trainee Recruitment

Exit mobile version