Site icon জীবিকা দিশারী

ডিভিসিতে ম্যানেজমেন্ট ট্রেনি

DVC Recruitment 2024

Courtesy: Telegraph India


দামোদর ভ্যালি কর্পোরেশনে ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) নেওয়া হবে। DVC Recruitment 2023

নম্বর: PLR-MT(T)/BPSCL/GATE-2022/09.

শূন্যপদ: মেকানিক্যাল: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

ইলেক্ট্রিক্যাল: ৬ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

সিঅ্যান্ডআই: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

যোগ্যতা: এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বৈধ গেট ২০২২ স্কোর থাকতে হবে।

মেকানিক্যালের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিন হল প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন

অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিয়িারিং।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/

পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ/ পাওয়ার অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

সিঅ্যান্ডআই: ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইনস্ট্রুমেন্টেশন/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন।

মাধ্যমিক যোগ্যতায় রাজ্য পুলিশে চাকরি

বয়স: ১৭ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে বেসিক পে ৫০০০০ টাকা।

আবেদনের ফি: ৩০০ টকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাসিঃ প্রফেসর নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনো নিয়োগ

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

DVC Recruitment 2023

Exit mobile version