ডিভিসিতে ১৭৬ শূন্যপদে নিয়োগ

330
0
DVC Recruitment 22024

দামোদর ভ্যালি কর্পোরেশনে ১৭৬টি শূন্যপদে এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। DVC Recruitment 2024

শূন্যপদঃ ১. এগজিকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল)- ৫৯ (অসংরক্ষিত ২৩, ওবিসি এনসিএল ১৬, তপশিলি জাতি ১৬,

তপশিলি জাতি ১১, তপশিলি উপজািত ৩, ইডব্লুএস ৬)।

২. এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল)- ৫৮ (অসংরিক্ষত ২২, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৫,, ইডব্লুএস ৮)।

৩. এগজিকিউটিভ ট্রেনি (সিভিল)- ৩৯ (অসংরক্ষিত ১৫, ওবিসি এনসিএল ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৬)।

৪. এগজিকিউটিভ ট্রেনি (সিঅ্যান্ডআই)- ১৫ (অসংরক্ষিত ৩, ওবিসি এনসিএল ৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

৫. এগজিকিউটিভ ট্রেনি (আইটি)- ৩ (ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।

৬. এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল)- ২ (অসংরিক্ষত)।

সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং। ২০২৩ বৈধ গেট স্কোর থাকতে হবে।

মেকানিক্যালের গেট কোড এমই, ইলেক্ট্রিক্যালের গেট কোড ইই, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গেট কোড সিই, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আইএন,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ইসি, ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সের গেট কোড সিএস,

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিএইচ।

স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ

বয়সঃ ৭ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুয়ায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফিঃ ৩০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আইবিপিএসের মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। DVC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন